
জীবন বদলানোর #১০টিসহজ সূত্র |
এ পি জে আব্দুল কালাম
- “স্বপ্ন বাস্তবায়ন না হাওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে । স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হল সেটাই – যা পুরনের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না ।”
- তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেনা, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং নিশ্চিতভাবে অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে ।
- জীবনে কঠিন বাধাগুলো আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকনো অমিত শক্তি ও সম্ভবনাকে অনুধাবন করাতে, বাঁধাসমুহকে দেখাও তুমিও কম কঠিন নও ।
- তুমি যদি তোমার কাজকে স্যালুট কর, দেখবে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না । কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাকি দাও, তাহলে তোমারই সবাইকে স্যালুট করতে হবে ।
- যদি সূর্যের মত দীপ্তিমান হতে চাও, তাহলে – তোমাকেই প্রথমে সূর্যের মতো পুড়তে হবে ।
- যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের অর্জন আনন্দহীন । আকর্ষণহীন, এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় চরম তিক্ততা ।
- জীবন ও সময় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক । জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে ।
- ভিন্নরকম চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে । আবিষ্কারের নেশা থাকতে হবে, যে পথে কেউ যায়নি সেই পথেই চলতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে ।
- একটা কথা একদম পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করে
- প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলবে – আমি সেরা । আমি করতে পারি । সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন । আমি জয়ী । আজকের দিনটা আমার ।